মোঃ বাবুল আক্তার, কুষ্টিয়া প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত ০৫ (পাঁচ) জন, ৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট,দশ টি গাঁজা গাছ, ২১ বোতল ফেনন্সিডিল উদ্ধার পূর্বক ০৩ (তিন) জন মাদক কারবারি এবং নিয়মিত মামলায় ০১(এক ) জন আসামী মোট ০৯ (নয়) জন আসামী গ্রেফতার…
কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে দৌলতপুর থানার তিনটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে নিন্মে উল্লেখিত ওয়ারেন্ট ভুক্ত ০৫ (পাঁচ) জন, ৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট, দশ টি গাঁজা গাছ,২১ বোতল ফেনন্সিডিল উদ্ধার পূর্বক ০৩ (তিন) জন মাদক কারবারি এবং নিয়মিত মামলায় ০১ (এক ) জন আসামী মোট ০৯ (নয়) জন আসামী গ্রেফতার করেন…
ওয়ারেন্ট ভূক্ত আসামী
১। সিআর সাজা নং-০১/২৩ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ ফয়সাল আহম্মেদ, পিতা-মোঃ আনেজ উদ্দিন মন্ডল, সাং-নতুন আমদহ (বিজলীর মোড়),
২। দৌলতপুর জিআর-৫৫৬/২৩ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ তাহাজুল ইসলাম, পিতা-মৃত আবেদ মন্ডল, সাং-রিফায়েতপুর বাগানপাড়া,
৩। দৌলতপুর জিআর-৭০৬/২২ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ জনি খন্দকার, পিতা-মৃত আবু লাইস, সাং-হলুদবাড়িয়া (আল্লারদর্গা),
৪। দৌলতপুর জিআর-৫৩/২১ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ হাচাদ আলী, পিতা-মোঃ নিহাজ মন্ডল সাং-ক্রফোর্টনগর,
৫। দৌলতপুর সিআর-৫০/২৪ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ রাকিবুল ইসলাম, পিতা-মোঃ কাজিমুদ্দিন, সাং-কৈপাল,
দৌলতপুর থানার মামলা নং-৫০, তাং-২২/১১/২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৯ (ক) এর গ্রেফতারকৃত আসামী ৬। মোঃ শফিউল মন্ডল (৪৩), পিতা-মৃত দুলাল মন্ডল, সাং-কল্যানপুর,
দৌলতপুর থানার মামলা নং-৫১, তাং-২২/১১/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৮ (ক) এর গ্রেফতারকৃত আসামী ৭। মোঃ দুখু মিয়া (৩২), পিতা-নজরুল মন্ডল, সাং-ভাগজোত,
দৌলতপুর থানার মামলা নং-৫২, তাং-২২/১১/২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) এর গ্রেফতারকৃত আসামী ৮। মোঃ বেলাল হোসেন বিল্লাল (৩২), পিতা-মৃত বশির মন্ডল, সাং-দৌলতখালী মাদ্রাসামোড়, এবং
দৌলতপুর থানার মামলা নং-১৪, তাং-০৫/১১/২৪ খ্রি. ধারা-৩৯২ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ৯। মোঃ জাবেদ আলী (৪২), পিতা-মৃত সাহেব আলী, সাং-ফিলিপনগর মালিথাপাড়া, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করেন।