ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাছ বাজার দান কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বাদ আছর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছী মাছ বাজার দান কল্যাণ সমিতির উদ্যোগে ৫ম বারের মতো ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ৫০/৬০ জন কোমলমতি শিশু ছেলে – মেয়েরা ইসলামিক গজল, সূরা, কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে বদলগাছী উপজেলার বিশিষ্ট সমাজসেবী এস, এম জাকিতুল্যাহ্ এর সভাপতিত্বে- মাহফিলে বিশেষ আলোচক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকরাম হোসাইন খতিব বাজার জামে মসজিদ বদলগাছী- নওগাঁ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব মসজিদুল জুম্মা কমপ্লেক্স, পল্লবী মুসলিম বাজার, মীরপুর, ঢাকা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান আলী, উপজেলা সাবেক জামায়াতে ইসলামী আমির জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ- সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসলিম নারী-পুরুষ সহ অত্র এলাকার সর্ব স্তরের জনসাধারণ।
মাহফিলে বক্তারা আল্লাহর আদেশ ও নবীর দেখানো পথ মেনে চলার জন্য কুরান ও হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা পেশ করেন। বক্তারা মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।