মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
বাংলাদেশে(ইসকন)সংগঠন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ,শুক্রবার ২৯ শে নভেম্বর জুম্মার নামাজ শেষে আশুলিয়া থানার অন্তর্গত সকল সমজিদের মুসল্লী ও ছাত্র সমাজ আমজনতা একত্রিত হয়ে।বাইপাইলের পৃথক পৃথক রোড প্রদক্ষিন করে,ভারতীয় জঙ্গী সংগঠন(ইসকন)বন্ধ হোক এই স্লোগানে মুখরিত করেন রাজপথ।এ সময় বিশেষ বক্তব্যে ছাত্র সমাজ ও মুসল্লীবৃন্দ বলেন,ভারতীয় জঙ্গী সংগঠন(ইসকন)কতৃক এ্যাডভোকেট সাইফুল ইসলাম(আলিফ)কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে আজকের এ বিক্ষোভ সমাবেশ।পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী আওয়ামীলীগের দোসর ভারতের মদদে তৈরি ইসকন নামক জঙ্গী সংগঠন নিষিদ্ধ ঘোষনা করতে হবে।আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
আর যদি কোনো প্রকার উস্কানিদিয়ে হত্যার পরিকল্পনা করে এদেশের ছাত্র সমাজ জাগ্রত জনতা জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ।পাশাপাশি এটাও বলতে চাই,দেশের সনাতনী হিন্দু ভাই বোনেরা টেনশন করবেন না,এদেশে সকল ধর্মের লোক মাথ উঁচু করে বাচবে,ধর্মের উপরে কেউ আঘাত আনতে পারবেনা,এদেশে মসজিদ থাকবে,মন্দীর থাকবে, গীর্জা থাকবে,বিভিন্ন প্রজাতীর ধর্মীয় উপাসনালয় থাকবে,আমরা সকল কে স্বাধীন ভাবে ধর্মীয় কাজ করতে দিবো কোনো প্রকার সমস্যা হবেনা।আপনার কেউ কারো উস্কানিতে কান দিবেন না,ইচ্ছে করে জঙ্গীর খাতায় নাম লেখালে কাউকে ছাড় দেয়া হবেনা।