সাভার প্রতিনিধি : এসকে সুলতান
দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে। দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর ) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস খান এর সার্বিক সহযোগিতায় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে করা হয়। এসময় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রহমান খান। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক মশা নিধন স্প্রে দিয়ে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়।
এসময় বিএনপি নেতা আব্বাস খান বলেন, এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলায়ও অফিস কিংবা বাসাবাড়িতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী। এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সারা দেশের নেয় তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সকল ড্রেন, বাড়ির আশপাশে ও ময়লার স্তুপ ও মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। তিনি এলাকাবাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় প্রত্যকেকে সচেতন এবং বাসা বাড়ি ও এর আশপাশ পরস্কিার-পরচ্ছিন্ন রাখার আহ্বান জানান।
এলাকাবাসীরা জানান, সারা দিন মশার উপদ্রব থাকলেও সন্ধ্যার পর পরই উত্পাত আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে সন্ধ্যায় মশার কয়েল জ্বালিয়ে বা স্প্রে করে শিক্ষার্থীদের পড়তে বসতে হচ্ছে। এমনকি মশার উত্পাতে নাজেহাল হয়ে মশারির ভেতর বসে তাদের লেখাপড়া করতে হচ্ছে। অনেকেই মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে করায় বিএনপি নেতা আব্বাস খানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।