মো:আমিনুল ইসলাম :নিজস্ব প্রতিনিধি
শনিবার রাত ৮ টায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে শিবু কন্ঠি রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবুল। আরো বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ
ও ৩ নং কু্র্শা ইউনিয়নের আহবায়ক আলাউদ্দিন ও ৩ নং কুর্শা ইউনিয়নের সদস্য সচিব ফজলুল হক ফজলু সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
এসময় বক্তারা বলেন, ভারতে বসে হাসিনা নানা রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান।
এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।