মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রাম থেকে ৩৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শনিবার রাত ৯ ঘটিকার সময় জিয়া শেখ নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মহম্মদপুর থানা পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার এসআই বশির উদ্দিন, এএসআই কামরুল হাসান সঙ্গীয় সদস্যদের সঙ্গে নিয়ে জাঙ্গালিয়া গ্রামের জিয়া রহমান ওরফে জিয়া শেখ (৪৭) এর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় জিয়া রহমান ওরফে জিয়া শেখের নিকট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী জিয়া দীর্গদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত, পূর্বে তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।