মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপি’র আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) সকালে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাশ ও সকল বিএনপি নেতা কর্মী মুক্তি পাওয়ায় উপজেলা বিএনপি এই আনন্দ মিছিল করেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতা কর্মীদের উপস্থিতিতে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ট্রাফিক চত্বরে এসে শ্লোগানের নেতৃত্ব এবং বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান।
এ সময় আরো বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা বিএনপির সহসভাপতি জহুরুল হক, সাবেক উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব মহম্মদপুরের সদস্য সচিব মিজানুর রহমান মিজান এবং উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোঃ রজব আলী।