সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সময় পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ এ দিবসটিকে ঘিরে অন্যান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণসহ প্রিন্ট ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।