মাগুরায় কৃষকদের মাঝে হাইব্রিড বীজ ধান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলার প্রান্তিক ধান চাষী সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে মাগুরা সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে সর্বমোট ২৬৩০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। তবে বিগত বছরে বীজ ধানের সাথে প্রণোদনা হিসাবে সার দেয়া হলেও এ বছর সার দেয়া হয়নি।