সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার ( ৬ ডিসেম্বর ) সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নবীন ও প্রবীণ সাংবাদিক অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্যের আলোচনার মধ্য দিয়ে। এ বিষয়ে আলোকপাত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।সাংবাদিকতার নীতি ,নৈতিকতা,দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল। সংবাদ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ । দ্বিতীয় দিন শনিবার সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । সমাপনীদিনে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,মাগুরা প্রেসক্লাব সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে প্রেসক্লাবের নবীন ও প্রবীণ সদস্যদের সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে ধারনা দেওয়ার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই একজন সাংবাদিকের কাজ। আর এই চর্চাকে আরো সহজ ও সঠিক ভাবে করতে দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নবীন সাংবাদিকদের জন্য এ বুনিয়াদি প্রশিক্ষণ যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকতার মান উন্নয়নের আগামীতেও এ ধরনের প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রেসক্লাবের সভাপতি।