মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস চাপায় ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার প্রবাসী শাহিনুর ইসলাম ও তার স্ত্রী রুবিয়া খাতুন। এঘটনায় তাদের বহনকারী অটোচালক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মহাসড়কে দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দিলে তারা মারা যান।
অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।