মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
সাভারে বিভিন্ন দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
৩০ ডিসেম্বর, সোমবার সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে রাখেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, সকালে হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে রাখেন। যার ফলে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
সেখানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।