নিজস্ব প্রতিনিধি
ঢাকা সাভারে পৌর এলাকা প্যারামাউন্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতাও পরিচালক মোঃ বিল্লাল হোসেন কিরণের উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১জানুয়ারি)বুধবার সকালে সাভার পৌরসভার ৩নংওয়ার্ড বনপুকুর এলাকায় প্যারামাউন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃবিল্লাল হোসেন কিরণের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্কুলের শিক্ষকও শিক্ষার্থীরা এ মানববন্ধন আয়োজন করে।
কোমলমতি শিক্ষার্থীরা বলেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা স্যার সন্ত্রাসী হামলায় শিকারহন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সমাজে কিশোর গ্যাং এর কারণে আমরা নিজেরাও নিরাপত্তারীনতায় ভুগতেছি যার নেতৃত্বে এই নেক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে সেই জাহিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উল্লেখ্য (২৯ডিসেম্বর) রাত ৯টার দিকে স্কুলের মূলফটোকে সামনে দাঁড়িয়ে থাকা স্কুল প্রতিষ্ঠাতা মোঃ
বিল্লাল হোসেনের উপর কিছুই বুঝে ওঠার আগেই দেশীয় ধারালো অস্ত্র সজ্জিত একটি ২০/৩০জনের সন্ত্রাসী একটি বাহিনী অতর্কিত হামলা করে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।