বিএনপির সহায়ক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জয়পুরহাট জেলার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নাহিদ হোসেন সভাপতি ও গোলাম সাকলায়েন আহমেদ সিজারকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম সাকলায়েন আহমেদ। এর আগে ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এ হাসান সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক তালিকায় এ কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মুক্তাদির, সহ-সভাপতি আব্দুল মোমিন মন্ডল, রকি সরদার ও ইঞ্জিনিয়ার রাফিউল আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেরিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোরছালিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, দপ্তর সম্পাদক মোকারম হোসেন ইমন, সহ-দপ্তর সম্পাদক ইমন হোসেন, প্রচার সম্পাদক মিথুন কুমার দাস, সহ-প্রচার সম্পাদক নুরুল্লাহ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডি মিনহাজুল ইসলাম ও সদস্য মোহাম্মদ আল হাসিব।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন আহমেদ সিজার বলেন, বিএনপির সহায়ক একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল। সকল মানুষকে প্রযুক্তি গত সহায়তা প্রদান করায় আমাদের সংগঠনের উদ্দেশ্য।