মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
কেউ নাই পাশে যার সমাজসেবা আছে তার প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজন জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ ওয়াকাথন ও মুক্ত আড্ডা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিক্ণ শেষে পরিষদ চত্বরে এসে মুক্ত আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়।
সমাজের অসঙ্গতি, দূর্নীতি, অসহায় মানুষের সমস্যা সমাধান সহ সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রব এর পরিচালনায়, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কাজী আবু আহসান, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র সমন্বয়ক তৌফিক কালাম অভি,আল-মামুন ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজসেবা অফিসার আব্দুর রব বলেন,
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,বেদে সম্প্রদায়কে ভাতা দিয়ে থাকি, অসহায় দূরত্ব রোগীদের বিনামূল্য ওষুধ সেবা দিয়ে থাকি, এরকমের প্রায় ৫৪ প্রকার সেবা রয়েছে।
এছাড়া মহাম্মদপুরে প্রায় ১৫ টি কেমেন্টেশন এতিন খানা রয়েছে যেগুলো থেকে ১৮ বছর বয়স পর্যন্ত আমরা তাদেরকে বিনামূল্যে পড়াশোনার খরচ প্রদান করে থাকি।