বাবুল আক্তার,কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি) কতৃক ৫০ জন দুঃস্থ, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩রা জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ভেড়ামারা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গল্পকার, কবি, সংগঠক কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, অব. সরকারি কর্মকর্তা মীর শওকত আজিজ, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মজুমদার হেলাল, ভেড়ামারা মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, বিশিষ্ট মার্চেন্ডাইজার ও রেমিটেন্স যোদ্ধা আব্দুল রহমান সোহাগ।
সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদী ও জাহিদ হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লালন কন্ঠ পত্রিকার জহুরুল কবীর নবীন, টিচার পত্রিকার মাহমুদুল্লাহ সোহেল, আবৃত্তিকার নৈশী প্রমূখ।