মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার: এক দিনের রিমান্ড মঞ্জুর বিএনপির নেতা রাশেদুল আহসান রাশেদ এর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সোহাগ বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ এর জন্মদিনে ছাত্রদল নেতা জনি এর শুভেচ্ছা সাভারে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তিতাসের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ নড়াইলে কুখ্যাত ডাকাত সর্দার তুষার স্ত্রীসহ গ্রেফতার কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত‍্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝালকাঠি -১আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা  মহম্মদপুর সাপে কেটে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আবু নুর উপজেলা সদরের গোববর্ধন দোলা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নিজ দল ও বিরোধী দলের কর্মীদের ওপর নানা সময় নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নানা অপকর্মের অভিযোগে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত। তবে ক্ষমতা আর রাজনৈতিক প্রভাবে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নুরকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নুর ওই মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি। আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও বিরোধী মত দমনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নুর। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি উপজেলার সংবাদকর্মীদের দমন ও প্রেসক্লাবে হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

এই আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে যে সুযোগ-সুবিধা ও সম্পদের মালিক হয়েছেন আবু নুর একাই তার চেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। তিনি ছিলেন বেপরোয়া। তার আধিপত্য ছিল একচেটিয়া। আমরা চাই তার সব অপকর্মের আইনানুগ বিচার হোক।

এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ওসি রেজাউল করিমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।  ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে গ্রেফতার আবু নুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ২০:২০ অপরাহ্ণ
  • ৫:১৫ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102