মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৪ এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জনসচেতনতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন জাতীয় রবিন্দ্র সম্মিলন সঙ্গীত পরিষদের জেলা জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুল, সাধারণ সম্পাদক রবিউল আলম বিপুল,সংগীতশিল্পী ফেরদৌস আরা লিপি, আবৃত্তিকার মোস্তাহেদ ফাররুখ, প্রভাষক অচিন্ত কুমার মন্ডল সহ অনন্যরা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা সংগীত ও নিত্য পরিবেশন করেন।