মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
পবিত্র হজ পালান শেষে মক্কা শরীফ গিয়ে সারা বিশ্বে মুসলিম উম্মাহ,দেশবাসী ও সাভারবাসীর জন্য দোয়া করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ দুপুরে দিকে হজ শেষ করে সৌদি আরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশে অবতরণ করেন তিনি। পরে, বিমানবন্দর থেকে বের হয়ে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
এদিকে, নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে এক যুগ পর সরাসরি দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। পরে, বিমানবন্দর থেকে বের হয়ে মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম এর গাড়িবহর তার বাসায় যান।
এসময় মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য,মুসলিম-মুমিনাতের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে। নবীজির উছিলায় দোয়া করেছি বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য। দোয়া করেছি আমার সাভারবাসীর জন্য।
এর আগে হজে যাওয়ার আগে এক বার্তায় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাভারবাসীসহ সবার জন্য দোয়া চেয়েছেন।
এক বার্তায় বলেন,আমি এই প্রথম হজ করেছি। আমার পুরো পরিবার নিয়ে হজে যাচ্ছি। এজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি একটা মানুষ, শয়তানও না ফেরেশতাও না। আর মানুষ মাত্রই ভুল করে। সে কারণে হজে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে, সহীহভাবে আল্লাহকে খুশি করে হজ করতে পারি এবং সারা বিশ্বের মুসলিম মুমিনাত ও সাধারণ মানুষের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার সাভারবাসীর জন্য যেন মন-প্রাণ ভরে দোয়া করতে পারি।
সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া জন্য দোয়া চেয়ে তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়াকে আমি গত কয়েক বছর ধরে খুব কাছ থেকে দেখেছি। এরকম আল্লাহ ওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি। তিনি এখন বিএনপির সম্পদ না, তিনি দেশের সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের জন্য, শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ স্বপ্ন বাংলাদেশকে মাথা উঁচু করে দাড়ানোর স্বপ্ন,দরিদ্রমুক্ত দেশ গড়ে তোলার স্বপ্ন—আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই।