মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রাজনীতিবিদদের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315 A1 বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের এলাকায় এই আয়োজন করা হয়।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। এই শীতে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। আমাদের শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315 A1 বাংলাদেশের পক্ষ থেকে উপহার মাত্র। তাই আমাদের সকলের হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন।মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেশে ফিরিয়ে আনার তৌফিক দিন। আমরা তার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। এ সময় প্রায় পাঁচশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।