জেলা প্রতিনিধি মো: হানিফ মিয়া
কুমিল্লা তিতাসে নবনিযুক্ত উপজেলা নির্বাহী মো:নাজমুল হাসান দায়িত্বভার গ্রহন করেছেন।গতকাল তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় নবাগত ইউএনও কে বরনসহ বিদায়ী ইউএনও এটি এম মুর্শেদ কে উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা দেওয়া হয়।উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার সভাপতিত্বে এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিয,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান,তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস,ইউপি চেয়ারম্যান শামসুল হক,মজিবুর রহমান,মো:নুরনবী,সাইফুল আলম মুরাদ,মো:ইব্রাহিম,মো:বাবুল আহমেদ,মো:আরিফুজ্জামান খোকা,জাহাঙ্গীর আলমসরকার,স্কাউটের ছাত্ররা নবাগত ইউএনও কে সংবর্ধনা জানিয়েছেন।