মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
ভেড়ামারা পশ্চিম বাহিরচর ১২ মাইল পশ্চিমপাড়া জামে মসজিদসহ অন্যান্য মসজিদে যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সদ্য প্রয়াত শহিদুল আলম নান্নু সাহেবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৬ নভেম্বর সোমবার রাত ৯ঃ৪৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার বাদ এশা তাকে ঢাকার আজিমপুর গোরস্থানে নামাজে জানাজার শেষে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়। তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব রশিদুল আলম সাহেব এবং কুষ্টিয়া -৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাহেব এবং ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সাহেবের ভাই। তিনি মরহুম আফসার উদ্দিন সাহেব এবং মরহুমা রহিমা আফসার এর তৃতীয় পুত্র। ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে তাদের স্থানীয় বাড়ি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য আজ জুম্মার নামাজ শেষে এলাকার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ভেড়ামারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগের উদ্যোগে পশ্চিম বাহিরচর ১২ মাইল পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।