কুষ্টিয়ার ভেড়ামারায় দুস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: শাহজাহান আলী।
গতকাল বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি,সিঙ্গাপুর যুব অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর পানহাটে অনুষ্ঠিত, বিকেল ৪টার কম্বল বিতরণ অনুষ্ঠানে, শত শত অসহায় দুঃস্থ শীতার্ত নারী পুরুষ উপস্থিত থেকে কম্বল নিয়েছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান আলী বলেন, আমাদের সমাজের প্রতিটি বিত্তবানদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, বিএনপি জনগণের দল। জনগণের
আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যই বিএনপি’র মূল উদ্দেশ্য। এই শীতে উপজেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীরা অসহায় দুস্থ শীতার্থদের পাশে গোটা শীত মৌসুমেই কম্বল বিতরণ করে চলেছে বলে তিনি জানান।
সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, ধরমপুর বিএনপির নেতা জালাল মাতুব্বর, বিএনপি নেতা শামসুল ইসলাম, জামাল, জাহিদুল ইসলাম, শিহাবুল,কায়েম,ইসরাইল প্রমুখ।