মোঃ রোমান হোসেন বিশেষ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে গণসংযোগ করেছে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের বনগাঁও ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন তিনি। সেই সাথে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে জয়বাংলা স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।