কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে উন্মুক্ত লাইব্রেরীর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র এ্যাড মো: তৌহিদুল ইসলাম আলম। গতকাল ২৪ জানুয়ারী শুক্রবার বিকালে প্ল্যাটফর্মের দক্ষিন পার্শ্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় এসএসসি ব্যাচ ২০১৯ এর পরিচালনায় উন্মুক্ত লাইব্রেরী ও স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

ভেড়ামারা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা আল হেরা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলা একাডেমীর জীবন সদস্য আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল আজীম বাবু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম আল হোসাইন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন, এসএসসি ব্যাচ ২০১৯ এর পক্ষে বাপ্পি, মাহি, তুষার, সাজিদ, সোহান, সিয়াম, ইরা, রাতুল, হাকিম, জুই, জেলি, নওশিনসহ অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।