বিশেষ প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে নানান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশে আওয়ামী যুবলীগ, ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এরপর দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ মো. শহীদুজ্জামান সরকার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, মো. শাহাজাহান আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, সেলিম মাহমুদ রাজু, যুবনেতা আবু ইউসুফ মুর্তজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইনজামামুন হক সরকার শিমুল, মো. মাজেদুল ইসলাম মাজেদ, পৌর কাউন্সিলর মো. মাহবুব আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।