মাগুরা মহম্মদপুরের পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত হীরক জয়ন্তী গ্রান্ড এলামনাই ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলার কৃতি সন্তান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আবজাল। তিনি তার বক্তব্যে বলেন দেশ ও জাতি গঠনে নৈতিক শিক্ষার কোন বিকল্প নাই।
সত্যিকার অর্থেই আমাদের দেশে অনেক জ্ঞানীগুণী শিক্ষিত লোক আছে কিন্তু শিক্ষিত লোক থাকার কারণে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনে ব্যর্থ হয়েছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মানবিক নৈতিক মানুষ গঠনে কোন প্রকার সহযোগিতা করেনি। তিনি পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি আমাদের ভালো একজন মানুষ ও আরো বেশি জরুরি বলে মনে করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, আমিনুর রহমান ডিগ্রি কলেজের
প্রভাষক ওসিউজ্জামান বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মেহেদী হাসান সবুজ প্রমূখ।