নিজস্ব প্রতিনিধি মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পৌর ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোল্লানগর এলাকায় ছায়াবীথী ইয়ুথ সোসাইটির আয়োজনে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
উদ্বোধনী ম্যাচে জামসিং ও ছায়াবিথীর মাঝে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। এই ব্যাডমিন্টন খেলায় টোটাল ১৬ টি দলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে। উত্তেজনায় ভরা এই ব্যাডমিন্টন খেলায় স্থানীয় বিপুল দর্শকের উপস্থিতিতে ব্যাপক সাড়া ফেলে। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায়
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর কোন ধরনের ধুলার পরিবেশ ছিল না। আমি আশা করবো আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে। এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই খেলাধুলা আয়োজন করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সব সময় খেলাধুলার বিকাশে আপনাদের পাশে আছি আজীবন পাশে থাকবো।