ধর্মীয় অধিকার অক্ষুন্ন রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি করার দাবিতে জয়পুরহাটে সমাবেশ করেছে জেলা পর্দানশীল নারী সমাজ। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ সমাবেশ করেন।
পর্দানশীল নারী সমাজের পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন, তানজিমা খাতুন, মাহমুদা ফিরদাউসী, যাহান খানম ও উম্মে সালমা।
এসময় বক্তরা বলেন, পুরিপূর্ণ পর্দা করা নারীদের সাংবিধানিক অধিকার। খোদ আমেরিকাতেও ছবি বিহীন এনআইডি আছে। তাই এনআইডিতে মুখচ্ছবি বাধ্যমুলক না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধুনিক পদ্ধতিতে এনআইডি প্রস্তুত করার দাবি জানাই।