মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিণধরা যুব সংঘ আয়োজিত হরিণধরা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯টায় হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ’খেলার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন , বিশেষ অতিথি হিসেবে আই.সি, চামড়া শিল্প নগরী, পুলিশ ফাঁড়ি, সাভার মডেল থানা মোঃ সিরাজুল ইসলাম সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাকিব হোসেন জনি সহ খেলার চারপাশে শতশত দর্শক সহ প্রমূখ।
প্রধান অতিথি ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে হরিণধরা ফুটবল টুর্নামেন্ট খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।
তিনি সকলের সহযোগিতায় টুর্নামেন্টের সফল্য কামনা করেন। এসময় ইয়াজউদ্দিন সরকার স্মৃতি ক্লাব বনাম জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাব দুই দলের খেলা অনুষ্ঠিত হয়। ০/১ গোলে জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাব বিজয়ী হয়েছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।