নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে তিনি এই পদ ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ বরিশাল বিএনপির কয়েকজন নেতা তার পক্ষে তদবির করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখল বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় সিদ্ধান্তে গত ৮ জানুয়ারি নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের উপযুক্ত জবাব না পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।
সূত্র : Dhaka Mail