মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
স্বেচ্ছায় রক্তদানে সংকল্প যুব সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে সংকল্প যুব সংগঠন, আদর্শ ডিগ্রি কলেজ, কালিশংকরপুর, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’। স্বেচ্ছায় রক্তদানে সংকল্প যুব সংগঠনের আয়োজনে ১৫ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে দুপুর ৪ টা পর্যন্ত কালিশংকরপুর সংকল্প যুব সংগঠনের এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ ও ‘রক্ত দিন, জীবন বাঁচান’ শ্লোগানে আদর্শ ডিগ্রি কলেজে, কালিশংকরপুর, সংকল্প যুব সংগঠনের দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদান সচেতনতামূলক বার্তা দেন।
মঙ্গলবার সকাল ১০টায় আদর্শ ডিগ্রি কলেজ, সংকল্প যুব সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনকর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘স্বেচ্ছায় রক্তদানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ আলতাফ হোসেন (আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংকল্প যুব সংগঠনের ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পরিচালক মোঃ লিখন সভাপতিত্ব করেন মোঃ আলমগীর হোসেন সভাপতি সংকল্প যুব সংগঠন ব্লাড ডোনার্স সোসাইটি আলমগীর হোসেন নিজেই রক্তের গ্রুপ নির্ণয় করেন।
উল্লেখ্য, সুস্থ হলে এগিয়ে আসুন রক্তদানে, আপনি একদিন স্বাক্ষী হবেন মানবতার কল্যাণে এরকম স্লোগানে এগিয়ে যাচ্ছে,কালিশংকরপুর সংকল্প যুব সামাজিক সংগঠন “স্বেচ্ছায় রক্ত দানে কালিশংকরপুর সংকল্প যুব।” একদল তরুন প্রজন্ম কলেজ/বিশ্ববিদ্যালয়/ মাদরাসার শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছে মানুষের সেবায়। অনলাইনের অনুপ্রেরণাদায়ক পোস্টের মাধ্যমে বিনা টাকায় রক্ত পাচ্ছে,কালিশংকরপুর সংকল্প যুব সমাজের সবাই এবং কুষ্টিয়া জেলা,সহ অন্যান্য শহরগুলোতে। “স্বেচ্ছায় রক্ত দানে কালিশংকরপুর সংকল্প যুব সংগঠনের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে সিজারের রোগীগুলি জরুরী ভিত্তিতেও ফ্রি রক্ত পাচ্ছেন। কারো রক্ত প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্ত দানে কালিশংকরপুর সংকল্প যুব সংগঠন নামক ফেসবুক গ্রুপে পোস্ট করেন এবং তার রক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য পরিচালকরা খেয়ে না খেয়ে ডোনার ম্যানেজ করার চেস্টা করেন।