নিজস্ব প্রতিনিধি মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ তৃতীয় দিনে ও সাভারের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
আজ সোমবার (১৭মার্চ) সাভার পৌর থানা স্ট্যান্ডে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে এই ইফতার তুলে দেওয়া হয়।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু,
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার ও আল শাহরিয়ার নাদিম সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) আরাফাত রহমান কোকো যুব ও ক্রিড়া সংসদ কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় রাশেদুল আহসান রাশেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আজ তারই ধারাবাহিকতায় তৃতীয় দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি।