ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।
১৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। উক্ত সভার সার্বিক পরিচালনা করেন সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এডভোকেট আলতাব হোসেন, এবিএম সোবাহান হাওলাদার, রুহুল আমিন প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, প্রচার সম্পাদক হাসান আলী, অর্থ সম্পাদক শেখ মোঃ ফিরোজ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান স¤্রাট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা প্রমুখ। আলোচনা সভার সভাপতি সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম সংগঠনকে বেগবান করে তুলতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশ প্রদান করেন। বিভাগীয় কমিটি এবং সকল জেলা উপজেলা কমিটি পুনাঙ্গ গঠন ও সংগঠনের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সকল নেতৃবৃন্দদের কাজ করে যেতে নির্দেশ প্রদান করেন। সভায় চেয়ার্যম্যান লায়ন নূর ইসলামকে কাব্য ছন্দ সংগঠনের পক্ষ হতে সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন উপহার তুলেন দেন,পরিশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মাঝে সংস্থার আইডি প্রদান করেন সংস্থার চেয়ার্যম্যান লায়ন নূর ইসলাম ও মহাসচিব মাসুুদুর রহমান দিপু।পরিশেষে যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ খোকন ফাতেমা আক্তার মাহমুদা ইভা সব মহিলা সম্পাদক জাতীয় সংস্থার কেন্দ্র কমিটির কার্ড আইডি কার্ড প্রদান করেন জাতীয় সংস্থা চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম এবং মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।