স্টাফ রিপোর্টারঃ মোঃ ওয়ালিদ মিয়া (অনিক)
স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক, ইঞ্জিঃ- আল-আমিন মোল্যা শারিরিক অসুস্থতার কারণে কিছুদিন যাবত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক, ইঞ্জিঃ- আল-আমিন মোল্যার শারিরিক অসুস্থতার খোঁজ-খবর নিতে ও তাকে দেখতে ঢাকা মেডিকেলে যান স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনাব শহিদুল ইসলাম বাবু, প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি, জনাব মজিবর রহমান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, জনাব নূরুল হক হাওলাদার, প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ, জনাব মাসুদ রানা সুমন৷
স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ এর পক্ষ থেকে ইঞ্জিঃ- আল-আমিন মোল্যার দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
স্মার্ট কর্মী সোসাইটি অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনাব শহিদুল ইসলাম বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আত্ম- মানবতার সেবায় আমরা সর্বদা নিয়োজিত” এই শ্লোগান ধারণ করে, সামাজিক,অর্থনৈতিক,শিক্ষাগত, স্বাস্থ্যগত ভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন সমাজে এমনও মানুষ আছে যারা অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল৷ অনেকে আবার হয়তো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না৷ অনেকে আবার টাকার অভাবে ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারছে না৷ আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এইসব লোকদের পাশে দাঁড়াবো৷ তিনি আরও বলেন স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ সব সময় আপনাদের পাশে আছে আর সব সময় থাকবে৷