অমল পালিত,যশোর
যশোর সদরের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর সদরের রুপদিয়া নরেন্দ্রপুর এলাকার,দুর্গাপ্রসাদ চক্রবর্তী ছেলে, প্রবীর কুমার চক্রবর্তী ও আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর(অপারেশন্স) পলাশ বিশ্বাস জানান, যশোর-বেনাপোল বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকা থেকে বৃহস্পতিবার ভোর সাতটার দিকে ওই দুই মাদক ব্যবসায়ীকে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।