মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি
ছোট ভায়ের প্রতারনা ও ধার -দেনা থেকে মুক্তির আবেদন করছি যে, যথাবিহিত সম্মান প্রদর্শন পৃরক বিনিত নিবেদন এই যে, আমি মোঃ জাহিদুল ইসলাম, পিতা- মৃত নজরুল ইসলাম সাং- থানা পাড়া,পোস্ট – ভেড়ামারা,জেলা- কুষ্টিয়া। আমি একজন প্রবাসী দীর্ঘ ২২ বছর আমার প্রবাস জীবন। ভাই-বোন এবং মা, স্ত্রী, পুত্র সকলের জীবন মান উন্নয়ন এর জন্য এই এতোগুলা বছর বিদেশে কামলা খেটে চলেছি।আমার ছোট ভাই (ছবি সংযুক্ত) তাকে লেখা পড়া করতে দিয়েছি ঠিক মত করেনি, ডেসটিন ২০০০ লিঃ এ বিভিন্ন জায়গা থেকে লোন, ব্যাক্তির থেকে চড়া সুদে প্রায় ত্রিশ লক্ষ টাকা নষ্ট করেছে। এরপর তাকে মবিল ও মোটর পার্সের ব্যসায় নিয়োগ করি,সেখানে ব্যবসার দশ লক্ষ টাকা শেষ করে পরবর্তীতে আমি তাকে বিদেশে নিয়ে আসি এখানে এসে চেনাজানা মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সে অনলাইন জুয়া,ক্রিকেট এর ব্যাটিং ইত্যাদি করে বিদেশের মাটিতে আমাকে বিভিন্ন জনের নিকটে তার ঋনের দায়ে আটকে দেশে চলে গেছে, ছয় মাস প্রায়।দেশে গিয়ে আবার বাজারের বিকাশের দোকান, পরিচিত আত্মিয় স্নজনদের থেকে মিথ্যা বলে টাকা নিয়ে সে তার মত নষ্ট করে বেড়াচ্ছে। স্যার আমি আমার জিবনের সমস্ত সময় ব্যায় করছি বিদেশে আর প্রতারক ছোট ভাই আমার উপর তার প্রতারনার দায়ে আমাকে বিভিন্ন রকমের জরিমানা, অপমান, লাঞ্ছিত হতে হয়।বর্তমানে আমার মা, স্ত্রী এবং দুই পুত্রের ভবিষ্যৎ চিন্তা করে আমি আপনার নিকট আবেদন জানাচ্ছি যে, আমার ছোট ভায়ের আর কোন কাজের দায় দায়িত্ব এমন কি তার পরিচয় ও আর রাখতে চাই না।এবং আমি আমার পরিবার নিয়ে একটু নিশ্চিন্তে জিবন যাপন করতে চাই, এর জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছি,নতুবা আমাকে এই প্রবাসেই জিবনাবসান করতে হবে।
অতএব জনাব উপরিউক্ত বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে আপনার একান্ত মর্জি হয়
নিবেদক, জাহিদুল ইসলাম, পিতা:- মৃত নজরুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত