বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা জনাব আশুতোষ বিশ্বাস একজন সফল কৃষি উদ্যোক্তা। ছোটবেলা থেকেই তার কৃষির প্রতি ছিল প্রবল আগ্রহ। কলেজে শিক্ষকতার পাশাপাশি তিনি শুরু করলেন কমলার আবাদ।
৩৩ শতক জমি জুড়ে অবস্থিত অত্যন্ত মনোমুগ্ধকর এই কমলালেবুর বাগান সরেজমিনে দর্শন করেছেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সারি সারি লাগানো গাছে থোকায় থোকায় ধরে থাকা কমলালেবু যে কাউকেই আকৃষ্ট করবে। জনাব আশুতোষ বিশ্বাসের এই কমলা বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন।
সরেজমিনে দর্শন শেষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সবসময়ই এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। ওনার উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে আরও অনেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলেও জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।