অমল পালিত, যশোর:
যশোরে ডিবির অভিযানে নারীসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪00 পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, শহরের পূর্ববারান্দিপাড়ার তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে অলিয়ার রহমান ও বরগুনা জেলার আমতলী উপজেলার চকরগাছি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার।
ডিবির স্পেশাল টিম সোমবার সন্ধারাতে ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়িথেকে তাদেরকে আটক করে।পরে ওই ঘর থেকেই ৪শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ আরও জানায়, তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ওই ভাড়া বাড়িতে অবস্থান করেন। পরে তা যশোরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানে অংশ নেন ডিবির এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামসহ অন্যরা।
অমল পালিত, যশোর: যশোরে ডিবির অভিযানে
নারীসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছথেকে ৪শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, শহরের পূর্ববারান্দিপাড়ার তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে অলিয়ার রহমান ও বরগুনা জেলার আমতলী উপজেলার চকরগাছি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার।
ডিবির স্পেশাল টিম সোমবার সন্ধারাতে ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়িথেকে তাদেরকে আটক করে।পরে ওই ঘর থেকেই ৪শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ আরও জানায়, তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ওই ভাড়া বাড়িতে অবস্থান করেন। পরে তা যশোরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানে অংশ নেন ডিবির এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামসহ অন্যরা।