বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টার
ঢাকা ১৯ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মী ও সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করলেন মুহাম্মদ সাইফুল ইসলাম।
গত রবিবার ২৬ শে নভেম্বর আওয়ামীলীগ এর দলীয় কার্যলায় থেকে দলীয় প্রার্থীর সাথে দলীয় নেতাদের জনপ্রিয়তা যাচাই করার প্রাক্কালে দলীয় নেতাদের জন্য এ আসন টি উন্মুক্ত নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়।
রবিবার ২৭ শে নভেম্বর সন্ধায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মুহাম্মদ সাইফুল ইসলাম এর নির্বাচন পরিচালনা কার্যলায় থেকে,আওয়ামীলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ও সকল প্রকার মিডিয়াকর্মীদের সাথে উন্মুক্ত মতবিনিময় করে সংবাদ সম্মেলন করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাত পাঠ করে তাবারুক বিতরনের মধ্যদিয়ে সংবাদ সম্মেলন এর পরি সমাপ্তি ঘোষনা করেন।