মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ ভেড়ামারায় নদী ভাঙন এলাকা পরিদর্শন পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়ে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা শাখার কমিটি গঠন আজ প্রতিমা বিসর্জন, মণ্ডপ গুলোতে বিদায়ের সুর সাঁথিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে -নিতাই রায় চৌধুরী দৌলতপুর আল্লারদর্গা বাজারের রাস্তা সংস্কার,ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন  শেরপুরে আন্ত:জেলা গরুচোর চক্র ও মাদকসহ সহ গ্রেফতার- ৫ সাভারের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম

যশোরে ৬টি আসনে নৌকার বিপক্ষে লড়বেন ৩২প্রার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

 

অমল পালিত, যশোর

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে লড়বেন ৩২ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র ১৭, জাকের পার্টির চার, তৃণমূল বিএনপির দুই, জাতীয় পার্টির চার এবং জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কংগ্রেস ও মুসলিম লীগ থেকে একজন করে মনোনয়নপত্র কিনেছেন। তারা নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে মনোনয়নপত্র কিনেছেন। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।

এরমধ্যে যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ নিয়ে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন চার জন। এজন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান, জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামান ও জাকের পার্টির সবুর খান।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। এই আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীনকে বাদ দিয়ে তৌহিদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন পাঁচ জন। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল, জাকের পার্টির সাফারুজ্জামান‌ ও জাতীয় পার্টির ফিরোজ শাহ।

যশোর-৩ (সদর) আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন ৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কাজী আনিসুজ্জামান, মুসলিম লীগের প্রার্থী মোহনা খাতুন, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির মাহবুব আলম বাচ্চু ও জাসদের রবিউল আলম।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এই আসনের তিনবারের সংসদ সদস্য রণজিত কুমার রায়কে বাদ দিয়ে এনামুল হক বাবুলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পাঁচ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, জাতীয় পার্টির জহুরুল হক, জাকের পার্টির লিটন মোল্লা ও সাবেক সচিব সন্তোষ অধিকারী।

যশোর-৫ (মণিরামপুর) আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন পাঁচ জন। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পৌর মেয়র আমজাদ হোসেন লাবলু, তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা এবং ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নূরুল্লাহ আব্বাসী।

যশোর-৬ (কেশবপুর) আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন পাঁচ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, হোসাইন মোহাম্মদ ইসলাম, এইচএম আমির হোসেন ও জাকের পার্টির সাইদুজ্জামান।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ঠেকাতে বিকল্প (ডামি) প্রার্থী রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।’

একই কথা বলেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সোমবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, ঝিকরগাছার চারটি ইউনিয়নের কমিটি পৃথক সভা করেছে। সেখানে তারা আমাকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন নেতাকর্মীরা। এজন্য স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। ইতোমধ্যে মনোনয়নপত্র কিনেছি।’

যশোর জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102