মোজাফফর হোসেন আশুলিয়া প্রতিনিধি
গাজীপুর মহানগর কাশিমপুর থানা জিরানী বাজার এলাকায়, ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর)সকালে মহানগরীর কাশিমপুরের জিরানি বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায় আজ সকাল ১০:৩০ ঘটিকায় দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার এলাকায় পলমল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুুত পালিয়ে যায়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি বলেন,সকালের দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার এলাকায় একটি বাসে আগুন দিয়ে দ্রুুত পালিয়ে যায়।মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।