গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন
গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা করার অভিযোগ উঠেছে। এঘটনায় জিএমপি বাসন থানায় ওই হাসপাতালের মালিক ও চিকিৎসকের বিরুদ্ধে অবহেলাজনিত ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় চিকিৎসক এবং হাসপাতালের মালিকের বিরুদ্ধে বাসন থানায় এজাহার দায়ের করেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মুকুন্দবাস গ্রামের মোঃ লাল মিয়ার স্ত্রী মোসাঃ রোমেলা আক্তার। সে ভুক্তভোগীর মা।
অভিযুক্তরা হলেন– গাজীপুরের পপুলার হাসপাতালের চিকিৎসক ডাঃ এস. আর আহমেদ @ রাজু(৩৭) এবং গাজীপুর মহানগরীর জিএমপি বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ডিজিটাল হাসপাতালের পরিচালক শাহনুর আলম রিপন।
অভিযোগকারী মোসাঃ রোমেলা আক্তার জানান, উনার ছেলে মোঃ কাজল (৩৩) আনুমানিক ১০ বছর পূর্বে ট্রেন দুর্ঘটনায় আহত হইলে চিকিৎসা করার জন্য ডাক্তার এস. আর আহমেদ রাজুর শরণাপন্ন হইলে উনার ছেলের বাম পায়ে অস্ত্রোপাচার বা সার্জারি অপারেশন করার জন্য ডিজিটাল হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপাচার বা সার্জারি অপারেশন সম্পন্ন করে। পরবর্তীতে অস্ত্রোপাচারের স্থানে ইনফেকশন দেখা দিলে গাজীপুরের সদর থানা এলাকায় রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের চিকিৎসক মোঃ কামাল এক্সরে করে জানতে পারে বাম পায়ে অস্ত্রোপাচারের স্থানে ডাক্তার এস আর আহমেদ রাজুর অবহেলার কারণে চিকিৎসার সরঞ্জাম রেখে দিয়ে অস্ত্রোপাচার বা সার্জারি অপারেশন সম্পন্ন করে। এরপর ভুক্তভোগী কাজল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ আমির আলী অস্ত্রোপাচার বা সার্জারি অপারেশন করে চিকিৎসার সরঞ্জাম বের করে। সংবাদ প্রকাশের পূর্ব পর্যন্ত এই ঘটনায় জিএমপি বাসন থানায় এজাহার দায়ের করিলে পুলিশ মামলা নেয় নি।
এবিষয়ে ডিজিটাল হাসপাতালের ম্যানেজার উজ্জল জানান, এবিষয়ে ডাঃ রাজু সাহেবের সাথে কথা হয়েছে। পুলিশ আসছিল। বাসন থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে। ডাঃ এসআর আহমেদ রাজুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করিলেও উনি কোন তথ্য দেয় নাই।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান যে, ডাঃ রাজুর সাথে কথা হয়েছে।