মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
বিজয়ের মাস উপলক্ষে কুষ্টিয়া জেলার, ভেড়ামারা উপজেলার, মোকারিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, বাগগাড়ী পাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজিত ব্যাড-মিন্টন খেলা প্রতিযোগিতা -২০২৩ বাগগাড়ীপাড়া আঁখ সেন্টার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এবং খেলাটি উপস্থাপন করেছেন “আব্দুর রহমান মাষ্টার”
উক্ত খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনাব মো: শরিফুল ইসলাম (রনি) মোকারিমপুর ইউনিয়ন ইউ পি সদস্য ১ নং ওয়ার্ড আরও উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন ছাত্রলীগ উদিয়মান নেতা মো: আরাফাত শিশির,সাংবাদিক লিটন উজ্জামান,২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: সুমন হোসেন,মো: জমিন আলী,মো: হুমায়ন কবির,মো: রকি হোসেন,মো: শাকিব হোসেন এবং উক্ত ব্যাড-মিন্টন খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মো: শরিফুল ইসলাম (রনি) উই পি সদস্য বলেন,দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই,সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে। কেবল মাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। আমরা সবাই মাদককে না বলি খেলাধুলাকে হা বলি এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ি।
মোকারিমপুর ইউনিয়ন উদিয়মান ছাত্রলীগ নেতা মো: আরাফাত শিশির বলেন, মোকারিমপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে উক্ত ব্যাড-মিন্টন খেলার ফাইনাল
ম্যাচের বিজয় দলটিকে দুই হাজার টাকা পুরস্কৃত করা হবে।
মাদক মুক্ত সমাজ গড়তে, যুব সমাজকে খেলা-মুখী করতে এই ব্যাড-মিন্টন খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত ব্যাড-মিন্টন খেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ করা হলো স্থান :-বাগগাড়ীপাড়া আঁখ সেন্টার মাঠ প্রাঙ্গন।