নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মাগুরার ০২টি সংসদীয় আসনে জমা দেওয়া ১৫ টি মনোনয়ন পত্রের যাচাই-বাছাই শেষে ১২টি মনোনয়ন পত্র বৈধ এবং ০৩টি মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু নাসের বেগ।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ঘোষণা দেন। এ সময় মাগুরা-১ আসনে ০৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান সহ সহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং জাতীয় পার্টির সঞ্জয় কুমার ভাদুড়ীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে । এছাড়া মাগুরা-২ আসন থেকে ০৮ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নৌকার প্রার্থী শ্রী বীরেণ শিকদারসহ ৬ জনের মনোনয়ন বৈধ, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী শরিফ উদ্দিন ও মশিয়ার রহমানের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
# তাং-০৪/১২/২৩ইং