নিজস্ব প্রতিবেদক
আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের গেরিলা ও মিত্র বাহিনীর বিমান হামলায় মাগুরা পাকহানাদার মুক্ত হয়।
৬ ডিসেম্বর যশোর, ঝিনাইদহ ও নড়াইল এলাকা থেকে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর বিমান হামলার সাথে সাথে মাগুরার দিকে অগ্রসর হতে থাকে। একই সাথে আকবর বাহিনীর প্রধান আকবর হোসেন মিয়া ও মোল্যা নবুয়ত আলীর নেতৃত্বে শ্রীপুর আঞ্চলিক বাহিনী মাগুরা শহর সংলগ্ন নিজনান্দুয়ালী গ্রামে এসে অবস্থান নেয়। এ সময় মিত্রবাহিনী মাগুরা শহরের পাক সেনাদের বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চালায়। চর্তুর দিক থেকে আক্রমনের চাপে দিশেহারা পাক হানাদার বাহিনী ৬ ডিসেম্বর দুপুরের পর মাগুরা থেকে ফরিদপুরের দিকে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর সকালে শ্রীপুর আঞ্চলিক বাহিনী জয় বাংলা শ্লোগানে বর্তমান মাগুরা চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপার কার্যলয়ের সামনে প্রথম
বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করেন। এ সময় সর্বত্র উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা।
আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচী গ্রহন করেছে জেলা প্রশাসন। গুরুত্বপূর্ন ভবনে আলোক সজ্জা, সকালে নোমানী ময়দানের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা ও সন্ধ্যা ৬টা এক মিনিটে শহরে মমবাতি প্রজ্বলন।