নিজস্ব প্রতিবেদক
ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯/১১/২০২৩ তারিখ দুপুর আনুমাণিক ১২:০০ ঘটিকায়
বিদ্যালয় থেকে আসার পথে তাহেরা তাসমিন নিশাত নামে কিশোরীকে শাহবাজপুর এলাকার -মোঃ জামাল উদ্দিন, এর ছেলে মোঃ ফিরোজ আলী (১৮) এবং তার কয়েকজন বন্ধু মিলে অপহরণ করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তাহেরা তাসমিন নিশাত এর পরিবার।
আমার মেয়ে বিদ্যালয়ে যাওয়া আসার পথে আসামী মোঃ ফিরোজ আলী (১৮) আমার মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলিয়া উত্যাক্ত করিত। আমার মেয়ে আমাকে ঘটনার বিষয়ে জানাইলে আমি ও আমার পরিবারবর্গ আসামীর পরিবারবর্গকে অবগত করি। আসামী ফিরোজ ক্ষিপ্ত হইয়া আরো দিন দিন বেপরোয়া হয়ে উঠে এবং বিভিন্ন সময় আমার বাড়ীর আশে পাশে ঘোরাফেরা করিয়া আমার মেয়েকে রাস্তা পথ হইতে অপহরন করার হুমকি ধামকি দিতে থাকে। এমতাবস্থায় অদ্য ইং ২৯/১১/২০২৩ তারিখ দুপুর আনুমাণিক ১২:০০ ঘটিকায় আমার উক্ত মেয়ে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় হইতে বার্ষিক পরীক্ষা দিয়ে পায়ে হেটে বাড়ী ফেরার পথে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে আম বাগানের ভিতরে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা আসামী ১। মোঃ ফিরোজ আলী (১৮), ২। মোঃ শামীম আলী (৩০), উভয়ের পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-পিরোজপুর, ডাকঘর-সোনামসজিদ, ইউনিয়ন-০২নং শাহাবাজপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন আসামীদের সহায়তায় আমার মেয়েকে জোর পূর্বক অপহরন করিয়া সিএনজি গাড়ী যোগে অজ্ঞাত স্থানে লইয়া যায়। স্থানীয় লোকজন ঘটনা দেখিয়া আমাকে সংবাদ দিলে আমি ও আমার পরিবারবর্গ তাত্ক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘটনার বর্ণনা শুনি ও জানি।
ঘটনার পর হইতে আমার মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিতে থাকি। খোঁজাখুজি করিয়া আমার মেয়ের কোথাও কোন সন্ধান না পাইলে উপরোক্ত আসামীদের বাড়ীতে উপস্থিত হইয়া আমার মেয়ের খোঁজ খবর জানতে চাইলে অপর আসামী ৩। মোসাঃ বিউটি খাতুন (এ্যামেলি) (৪৫), স্বামী মোঃ জামাল উদ্দিন, আমার মেয়েকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে। আমার মেয়ের কোন প্রকার খোঁজ খবর দিবে না বলে সাফ জবাব দেয়। এখন পর্যন্ত আমার মেয়ের কোথাও কোন সন্ধান পাওয়া যায় নাই। এক্ষনে আমার বিশ্বাস যে, অন্যান্য আসামীদের সহায়তায় আসামী ফিরোজ আলী আমার নাবালিকা কন্যা তাহেরা তাসনিম নিশাত (১২) কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরন করিয়া অজ্ঞাত স্থানে লইয়া গিয়া আটক রাখিয়া অপকর্মে লিপ্ত রহিয়াছে। এমত অবস্থায় আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন। ঘটনার স্বাক্ষী ১। মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা মোঃ তোরাব আলী, সাং-মির্জাপুর, ২। মোঃ শরিফুল ইসলাম (৩৯), পিতা মোঃ আব্দুল কায়েম, ৩। মোঃ তাইফুর রহমান (২৫), পিতা মোঃ জালাল উদ্দীন, উভয়ের সাং-নলডুবরী, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গণ সহ আরো অনেক ঘটনা দেখিয়াছে, শুনিয়াছে, জানে এবং তদন্তকালে প্রমান করিবে। আমার মেয়ের সন্ধানের কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
তাহেরা তাসমিন নিশাত এবং আসামি ফিরোজ আলীর সন্ধান যে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানান তাহেরা তাসমিন নিশাতের পরিবার । নিশাতের পরিবার এবং এলাকাবাসী আসামি ফিরোজ আলীর কঠোর শাস্তি দাবী জানাই। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচেয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
০১৭২৬৩৭২০০০
০১৭৫৮৫৫২০৪৫