নিজস্ব প্রতিবেদন
ধূসর মেঘে ঢাকা রাজধানীর আকাশ। ভোর থেকেই সারা দিন থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। অগ্রহায়ণ মাসের শেষ ভাগের এই বৃষ্টিকে অনেকেই বলছেন শীত নামানোর বৃষ্টি। তবে এই ঝিরিঝিরি বৃষ্টি রাজধানীর নিম্ন্ন আয়ের মানুষের জন্য বয়ে এনেছে সীমাহীন দুর্ভোগ।
টানা বৃষ্টিতে তাদের দৈনন্দিন আয়ে টান পড়েছে, পাশাপাশি বেশি কষ্টে ফেলেছে ঠান্ডা ও শীতল আবহাওয়া। বৃষ্টির ঠান্ডা পানিতে ভিজে অসুস্থ হওয়ার উপক্রম হয়েছেন অনেকে। তবুও জীবন-জীবিকার তাগিদে ভিজে ভিজেই কাজ করছেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র চোখে পড়েছে।
বৃষ্টির কারণে কর্মব্যস্ত এবং কর্মচঞ্চল নিউমার্কেট ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার তেমন লোকজনের উপস্থিতি নেই। রাস্তাঘাটও কিছুটা ফাঁকা। বিভিন্ন মোড়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছেন রিকশাচালক ও হকাররা। যারা রাস্তায় ঘুরে ও বাসে পান, সিগারেট ও পানি বিক্রি করেন, আজ তারাও তে…