মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন ভেড়ামারা মহিলা বিষয়ক কর্মকর্তা কতৃক।
ভেড়ামারায় বেগম রোকেয়া দিবস পালিত,শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ ভেড়ামারা মহিলা বিষয়ক কর্মকর্তা কতৃক আয়োজিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও অফিসার ইন চার্জ জহুরুল ইসলাম’র নিকট থেকে জয়িতা পুরস্কার গ্রহণ করছেন শাহনাজ মাহমুদা জেবা।
দিবসটি উপলক্ষে সবারই বাণীতে উল্লেখ করেছেন, ‘নারীর দুঃখ-দুর্দশা ও সমান অধিকারের দাবি বেগম রোকেয়ার সাহিত্যে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে।’মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত দিবস উপলক্ষ্যে ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান শেষে নারী উন্নয়ন ও অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।