মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
মাদক ব্যবসার নতুন জোয়ার সৃষ্টি হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে। মাদকের সর্গরাজ্য হিসেবে পরিচিত দৌলতপুর এখন মাদকের জোয়ারে ভাসছে। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে, শুধু মাদক সেবনকারীদের গ্রেপ্তার করলেও, অদৃশ্য কারণে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক ব্যবসাযী উজ্জল। এতে ক্ষিপ্ত এলাকাবাসী জানান প্রশাসন তারা মাদক ব্যবসায়ীদের ধরে না, শুধু মাদক সেবনকারীদের ধরে। যারা মূলত ব্যবসায়ী তারা সর্বদাই ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। তাতে প্রতিনিয়তই চলছে মাদক ব্যবসা। সরজমিন গিয়ে অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, মাদক ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন দৌলতপুরে উজ্জল। মাদকসহ, চুরি ছিনতাই, মাদক সম্রাট ও মাদক কারবারিদের গডফাদার নামে পরিচিত উজ্জল। জানা যায় সমস্ত মাদক ব্যবসায়ীদের নেতৃত্বে রয়েছে এই উজ্জল।
তার নেতৃত্বে আনারুল ও ইয়ারুল ব্যবসা চালিয়ে যাচ্ছে ফেনসিডিল দিবারাত্রি পুলিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দৌলতপুরে ব্যবসা করে যাচ্ছে। শুধু তাই নয় এদের প্রত্যেকের নামে রয়েছে ১০-১৫টি মাদক মামলা। দৌলতপুরে বিভিন্ন এলাকায় অবাধে চলছে এই ব্যবসা।